জঙ্গলমহল খাতড়া

রাইপুরে সরকারি বাসের ধাক্কা মোটরবাইকে,প্রাণ গেল দম্পতির।

রাইপুর থানার পুলিশ জানিয়েছে,দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটি উদ্ধার করে হলেও ঘাতক বাসের চালক এখনও পলাতক। চালকের খোঁজে তল্লাশিও চলাচ্ছে রাইপুর থনার পুলিশ।

রাইপুরে সরকারি বাসের ধাক্কা মোটরবাইকে,প্রাণ গেল দম্পতির।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রাজ্য সড়কের সম্প্রসারণের কাজের জেরে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা শেষে কেড়ে নিল দু দুটি প্রাণ।বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস মোটরবাইকে ধাক্কা দিলে বাইক সওয়ারি দম্পতির মৃত্যু হলোবুধবার সকালে এই মর্মান্তিক পথ ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাইপুর থানার অমৃতপালের কাছে ৯ নাম্বার রাজ্য সড়কে।পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুধাময় রানা (২৮) ও ডলি রানা (২১)। তারা সিমলাপালের স্কুল মোড়ের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে,পেশায় গ্রিল মিস্ত্রি সুধাময় ছোট থেকেই সিমলাপালে মামার বাড়িতে থাকতেন। মাত্র মাস দেড়েক আগে তার বিয়ে হয়েছিল।

দোল উপলক্ষে স্ত্রীকে সাথে নিয়ে ঝাড়খন্ডে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে সিমলাপালে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থেকে ঝাড়গ্রামগামী একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ৯ নম্বর রাজ্য সড়কে রাইপুরের অমৃতপালের কাছে মোটর বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সুধাময় ও তাঁর স্ত্রী ডলিকে নিয়ে যাওয়া হয় রাইপুর গ্রামীণ হাসপাতালে।চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।বাইকটিকে ধাক্কা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে গিয়ে কাত হয়ে যায় যদিও যাত্রীদের কোন চোট-আঘাত লাগেনি।তবে, বাসটির খানিক ক্ষতিগ্রস্ত হয়।

রাইপুর থানার পুলিশ জানিয়েছে,দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটি উদ্ধার করে হলেও ঘাতক বাসের চালক এখনও পলাতক। চালকের খোঁজে তল্লাশিও চলাচ্ছে রাইপুর থনার পুলিশ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story