ব্রেকিং নিউজ

বাংলায় মুখ্যমন্ত্রীর এনআরসি চালু বা বন্ধ করার ক্ষমতাই নেই, যা করার আমরাই করব, সাফ জানালেন দিলীপ ঘোষ।

বাংলায় মুখ্যমন্ত্রীর এনআরসি চালু বা বন্ধ করার ক্ষমতাই নেই, যা করার আমরাই করব, সাফ জানালেন দিলীপ ঘোষ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একদিকে রাজীব কুমার কে খুঁজতে ময়দানে সিবিআই অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে অসমের এনআরসি ইস্যুতে বৈঠক নিয়ে বাঁকুড়ার পাত্রসায়রে দলীয় সভায় যোগ দিতে এসে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের বলেন, কথায় আছে কান টানলেই মাথা আসে। রাজীব কুমার ধরা পড়লেই সব তথ্য বেরিয়ে আসবে, তাই তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী দিন- রাত এক করে ফেলেছেন! পাশাপাশি, তিনি এনআরসি ইস্যুতে মুখ্যমন্ত্রী কে একহাত নিয়ে বলেন বাংলায় এনআরসি আমরাই করব, উনি আটকাতেও পারবেন না আর চালুও করতে পারবেন না!

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/chameleon-recorded-at-simlapal/img-20190820-wa0000_240x330_480x660_768x1056_1024x1408_1200x1650/" rel="attachment wp-att-6203">

Next Story