জঙ্গলমহল খাতড়া

জেলায় জনসংযোগ গড়তে গ্রামে,গ্রামে কর্মীদের সাথে রাত কাটানোর হিড়িক তৃণমূল বিধায়কদের। #দেখুন 🎦 ভিডিও।

জেলায় জনসংযোগ গড়তে গ্রামে,গ্রামে কর্মীদের সাথে রাত কাটানোর হিড়িক তৃণমূল বিধায়কদের।  #দেখুন 🎦 ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জন সংযোগ গড়তে জেলার তৃণমূল বিধায়কদের মধ্যেগ্রামে,গ্রামে গিয়ে দলীয় কর্মীদের বাড়ীতে রাতে খাওয়া দাওয়া করে রাত কাটানো এবং সকালে সেই গ্রামে দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি, গ্রামে গিয়ে দিদি কে বলো কর্মসুচীর প্রচার শুরু করে দিলেন। রাজ্যের মন্ত্রী তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা থেকে প্রাক্তন জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অরুপ খাঁ, ছাতনার বিধায়ক ধীরেন্দ্র নাথ লায়েক থেকে বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা সকলেই এই জনসংযোগ জোর দিয়েছেন পুরোদমে। এক সাথে খাওয়া,শোওয়া ও রাত কাটিয়ে বিধায়কদের সাথে দলীয় কর্মীদের সম্পর্ক আরও নিবিড় ভাবে গড়ে তুলতেই এই দাওয়াই বাতলান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জন সংযোগ বাড়িয়ে ফের গ্রামে গ্রামে দলীয় সংগঠন মজবুত করাকেই বিধানসভার আগে পাখির চোখ করে রেখেছেন জেলার তৃণমূল বিধায়করা। সেই মতো চলছে প্রচার।

#দেখুন 🎦ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/rpf-recover-a-class-five-girl-student-st-chatna-station/img-20190604-wa0027-2/" rel="attachment wp-att-5682">

Next Story