২০২১এর জুন থেকে ইন্দপুর,তালডাংরা,মেজিয়া ও জি,ঘাটিতে বাড়ী,বাড়ী ২৪ ঘন্টাই মিলবে পানীয় জল।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ২০২১ সালের জুন মাসেই জেলার ইন্দপুর, তালডাংরা, মেজিয়া ও গঙ্গাজলঘাটি এই চারটি ব্লকের প্রতি বাড়ী,বাড়ী দিন-রাত ২৪ ঘন্টা নন স্টপ পানীয় জল পৌঁছে দেবার পাইল্ট প্রকল্পটি বাস্তবায়ন করতে আজ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করলেন জেলা শাসক উমা শঙ্কর এস। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই জেলার নলবাহিত পানীয় জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পটির গত ফেব্রুয়ারি মাসে শিলান্যাস করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের তদারকি কমিটি আজ সার্বিক কাজের ওপর পর্যালোচনা করে। জেলাশাসক জানান ইন্দপুর ও তালডাংরা ব্লকে মুকুটমণিপুর জলাধার থেকে এবং মেজিয়া ও গঙ্গাজলঘাটি ব্লকের জন্য দুর্গাপুর ব্যারেজ থেকে পাইপ লাইনে জল সরবরাহ করা হবে। এর ফলে প্রায় ১ লক্ষ ১৮ হাজার বাড়ীতে দিন রাত পানীয় জল মিলবে। জেলায় এখন প্রায় ৬০ লক্ষ পরিবার নলবাহিত পরিশ্রুত পানীয় জল পান। ২০৫০ সালে সেই সংখ্যা বাড়িয়ে ৯২ লক্ষ করা হবে বলেও জানান জেলাশাসক। ফলে বাঁকুড়ায় পানীয় জলের আভাব অনেক খানি মেটানো যাবে বলে মনে করছে জেলা প্রশাসন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]