ব্রেকিং নিউজ

বেআইনী ভাবে মজুত রাখা বালি পাচারের সময় ইন্দাসে ধরা পড়ল পাঁচটি বালি বোঝাই লরি।

বেআইনী ভাবে মজুত রাখা বালি পাচারের সময় ইন্দাসে ধরা পড়ল পাঁচটি বালি বোঝাই লরি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, ইন্দাস) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালির কারবার অব্যাহত জেলা জুড়ে! রাতের অন্ধকারে বেআইনীভাবে মজুত রাখা বালি লরি করে পাচারের সময় ইন্দাসের সোমসারে গ্রামবাসীদের তৎপরতায় আটক করা গেল ৫ টি বালি বোঝাই লরি। ভূমি দপ্তরের আধিকারিকরা এই চারটি লরি ইন্দাস থানার হেপাজতে তুলে দেয়। অভিযোগ, দামোদর নদের সোমসার ঘাটে বেআইনী ভাবে বালি মজুত করে রেখে তা,রাতে পাচার করছিল বালি মাফিয়ারা। মঙ্গলবার রাতে হাতেনাতে ধরা পড়ে। ৫টি লরির চালকের চার জন পলাতক বলে জানা গেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। পাশাপাশি, ধৃত এক চালক কে আজ বিষ্ণুপুর আদালতে তোলা হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/christian-college-has-complained-to-vc-against-the-rathunath-murmu-college-said-principal/img_20190709_190236-2/" rel="attachment wp-att-5709">

Next Story