ফুটবল টুর্নামেন্টে খেলতে,খেলতে মাঠেই মৃত্যু গোলকীপারের।
BY Bankura 24x72 Feb 2019 12:16 AM IST
X
Bankura 24x72 Feb 2019 12:16 AM IST
#NEWS FLASH : ফুটবল টুর্নামেন্টে খেলতে খেলতে মৃত্যু হল এক তরুণ ফুটবলারের। গঙ্গাজল ঘাটি থানার করণজোড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত ফুটবলারের নাম নিখিল টুডু। সে গোলকিপার পজিশনে খেলত। তিনি গঙ্গাজলঘাটি থানার হাঁসপাহাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। টুর্নামেন্ট চলা কালীন হটাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায় নিখিল।সাথে,সাথে তাকে অমর কানন হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।এরপর, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Next Story