খেলা

হাইলাইট ট্রফি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হরেকৃষ্ণপুর আদিবাসী ফুটবল দল।

হাইলাইট ট্রফি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী  হরেকৃষ্ণপুর আদিবাসী ফুটবল দল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কেশবা হাই স্কুল ময়দানে ডুংরীঘুটু রৌস্কৌ সাগেন গাঁওতার পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল দুই দীবসীয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। আজ এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় ছাতনার হরেকৃষ্ণ পুর আদিবাসী ফুটবল দল ২-০ এর ব্যবধানে ছাতনার শিবদাস স্টার একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল কে কুড়ি হাজার এক টাকা ও বিজয়ী ট্রফি প্রদান করা হয়।আর বিজেতা দল কে পনেরো হাজার এক টাকা ও ট্রফি প্রদান করা হয়। আজ এই ফাইনাল খেলা দেখতে ফুটবল প্রেমীদের ভীড় ছিল উপচে পড়া।

Next Story