Home > জঙ্গলমহল খাতড়া > ঝাড়গ্রামের তারাফেনী নদীতে হড়পা বান, জেলার রাইপুর - শিলদা রুটে যান চলাচল ব্যাহত।
ঝাড়গ্রামের তারাফেনী নদীতে হড়পা বান, জেলার রাইপুর - শিলদা রুটে যান চলাচল ব্যাহত।
BY Bankura 24x711 Aug 2019 11:45 AM IST
X
Bankura 24x711 Aug 2019 11:45 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা হড়পা বানের জেরে ঝাড়গ্রামের তারাফেনী নদীতে বাড়ল জলোচ্ছ্বাস। এমন কি তারা ফেনী সেতুর ওপর দিয়েও জল বইছে। ফলে বাঁকুড়ার রাইপুর থেকে শিলদা রুটে যান চলাচল ব্যাহত হয়। সকালের দিকে জলের মাত্রা বেশী থাকলেও বেলার দিকে তা কমতে থাকে। এদিকে,নদীতে জলোচ্ছ্বাস দেখতে রবিবার ছুটির দিনে ভীড় জমান উৎসাহী মানুষ জন।তবে, প্রশাসনিক সূত্রের খবর স্থানীয় জলাধার থেকে জল ছাড়ার জন্যই এই হড়পা বানের সৃষ্টি হয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story