নিকুঞ্জপুরের মাকড়ায় এবার ক্লাব সমন্বয় কমিটির পূজোয় তৈরী হচ্ছে ত্রিপুরার এক মন্দিরের আদলে বিশাল মন্ডপ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় সদর শহর ও মফস্বলের পূজো কমিটি গুলোর সাথে, এবার সমানে,সমানে টক্কর দিচ্ছে গ্রামের পূজো গুলিও।
নিকুঞ্জপুরের মাকড়া এলাকায় বেলিয়াতোড় ও ওন্দা থানার প্রায় ২২টি গ্রামের বিভিন্ন ক্লাব গুলির সমন্বয়ে গড়ে উঠেছে ক্লাব সমন্বয় কমিটির দূর্গাপূজো।
এই পূজো এবার দ্বিতীয় বছরে পড়ল।এবার, ত্রিপুরার একটি মন্দিরের আদলে তৈরী হচ্ছে বিশাল মন্ডপ।
প্রতিমা আসছে দূর্গাপুর থেকে। বজেটও ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা।
পাশাপাশি,পুজোর মন্ডপ লাগোয়া বিভিন্ন স্টলে জেলার লোক শিল্প কে যেমন তুলে ধরা হবে, তেমনি, সেফ ড্রাইভ, সেভ লাইফ, নির্মল বাংলার ওপর সচেতনতার কর্মসূচিও নেওয়া হচ্ছে। থাকছে পুজো কমিটির উদ্যোগে, এলাকায় ডেঙ্গু,ম্যালেরিয়া ঠেকাতে পদযাত্রা ও প্রচার অভিযানও। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
এখন চলছে মন্ডপ গড়ার শেষ মূহুর্তের ব্যস্ততা।
#দেখুন ভিডিও।[embed]