স্কুলের হয়ে খেলতে গিয়ে মাঠে চোট পেয়ে মৃত কিশোর ফুটবলার অভিজিৎ, জয়পুরে শোকের ছায়া।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্কুলের হয়ে ব্লক স্তরের ফাইনাল খেলায় মাঠে এক খেলোয়াড়ের সাথে অসতর্কতায় ধাক্কার ফলে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হল এক উদীয়মান গোলকীপারের। মৃত ফুটবলারের নাম অভিজিৎ দে। সে জয়পুরের আশুরালি হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সোমবার স্কুলের হয়ে ব্লক স্তরের ফাইনাল খেলায় অংশ নেয় সে। মাগুরা হাইস্কুলের সাথে খেলা চলছিল জয়পুর হাইস্কুল মাঠে। সেখানেই ঘটে দূর্ঘটনা। আহত হওয়ার সাথে,সাথেই তাকে প্রথমে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, তারপর বিষ্ণুপুরে এবং সেখানে অবস্থার অবনতি হলে বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যায় অভিজিৎ। তার আকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলার ফুটবল প্রেমীদের মধ্যে। ছেলেকে হারিয়ে শোকে পাথর তার পরিবার।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]