নজরে ভোট

এবার ২৬টির বেশী বুথে ভোট লুঠ করতে পারেনি তৃণমূল, তাই ভোট কাটাকাটিই এই কেন্দ্রে বড়ো ফ্যাক্টর বলে দাবী করলেন অমিয় পাত্র।

এবার ২৬টির বেশী বুথে ভোট লুঠ করতে পারেনি তৃণমূল, তাই ভোট কাটাকাটিই এই কেন্দ্রে বড়ো ফ্যাক্টর বলে দাবী করলেন অমিয় পাত্র।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার তৃণমূলের ছাপ্পা বা বুথ দখলের ওপর ভোটের হার -জিৎ নির্ভর করছে না। বরং বাম,বিজেপি ও তৃণমূলের ত্রিমুখী লড়াইয়ে কে কাদের ভোট কাটল সেটাই বড়ো ফ্যাক্টর। ভোট কাটার আঙ্কই এবার জয় - পরাজয়ের নির্ণায়ক হবে বলে দাবী করলেন বাঁকুড়া লোক সভার সিপিএমের প্রার্থী অমিয় পাত্র এমনটাই দাবী করলেন। তিনি সাংবাদিকদের বলেন বাঁকুড়া কেন্দ্রে ২৬ টি বুথে তৃণমূল ছাপ্পা ও বুথ দখল করতে পেরেছে এবার। আন্যবারের তুলনায় তা নামমাত্রতবুও, এই ২৬ টি বুথে পুণরায় ভোট গ্রহণের দাবী জানায় বামেরা। তবে তা খারিজ করে জেলায় কেবল একটি মাত্র বুথে ইভিএম ভাঙ্গার কারণে পুনরায় ভোট গ্রহনের সুপারিশ কমিশনে জেলা থেকে পাঠানো।হয়েছে বলে জানা গেছে। আন্যদিকে,অমিয় পাত্রের মতে বাঁকুড়া লোকসভা আসনে তাই তিন প্রার্থীর কেও সাহস করে বলতে পারচ্ছেন না, যে ফল তার অনুকূলে যাবে।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story