কোভিড কড়চা

শহরেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা,২৫ বেডের সেফ হাউস চালু করল বাঁকুড়া পুরসভা।

শহরেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা,২৫ বেডের সেফ হাউস চালু করল বাঁকুড়া পুরসভা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহর জুড়েও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় অনেক বাড়ীতে পৃথক আইসোলেশনে থাকার পৃথক ঘরের অভাব রয়েছে। শহরের অনেক প্রাচীন পাড়ায় একান্নবর্তী পরিবারে এবং বস্তি এলাকাতেও এই সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই এইসব পরিবারের কোভিড আক্রান্ত মৃদু বা মাঝারি উপসর্গের কোভিড রোগীদের এই সেফ হাউসে রেখে চিকিৎসা করবে বাঁকুড়া পুরসভা৷ বাঁকুড়া স্টেডিয়ামের গ্যালারীর তলার কক্ষে ২৫ বেডের এই সেফ হাউস চালু করেছে। এই ২৫ টি বেডের মধ্যে ১৮ টি পুরুষদের জন্য এবং ৭ টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল জানান,এই সেফ হাউসে বিনামূল্যে তিনবেলার আহার,ওষুধ পত্র,এমনকি আপদকালীন অক্সিজেন পরিষেবা দেবে পুরসভা।

পুরসভার দুই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এখানে চিকিৎসা পরিষেবা দেবেন। কোন কোভিড রোগীর প্রবল স্বাসকষ্ট বা জটিল উপসর্গ দেখা দিলে সেফ হাউস থেকে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তিরও ব্যবস্থাও রেখেছে পুরসভা। এবং পুরসভা তাদের নিজস্ব এম্বুলেন্স সার্ভিস দিয়ে এখান থেকে রোগী স্থানান্তরের কাজ সামাল দেবে বলেও জানা গেছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story