কোভিড কড়চা

স্কুল খুললেও পড়ুয়াদের হাজিরা অর্ধেকের নীচে! কপালে ভাঁজ জেলার শিক্ষা দপ্তরের কর্তাদের।

স্কুল খুললেও পড়ুয়াদের হাজিরা অর্ধেকের নীচে! কপালে ভাঁজ জেলার শিক্ষা দপ্তরের কর্তাদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে জেলার স্কুল গুলিতে পঠন পাঠন শুরু হলেও স্কুলে পড়ুয়াদের হাজিরার হার অর্ধেকের নীচে হওয়ায় চিন্তিত জেলা শিক্ষা দপ্তর। তারা এখন এই হাজিরার হার বাড়াতে স্কুল গুলিকে বিশেষ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিতে বলছেন।দীর্ঘ ১১ মাস পর স্কুলমুখী হল পড়ুয়ারা।


নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা লকডাউনের পর শুক্রবার থেকে ফের ক্লাস করার সুযোগ পেয়ে বেজায় খুশী।পাশাপাশি, দীর্ঘদিন পর ক্লাসমেটদের সানিধ্য, আর পুরানো ছন্দে পড়ার আনন্দে মাতল তারা।এদিকে,স্কুল গুলিও দীর্ঘ ১১ মাস পর পঠন,পাঠন শুরু করার জন্য মুখিয়ে ছিল। শিক্ষিক,শিক্ষিকারাও এদিন ফিরে পেলেন নিজেদের ফর্ম।

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অনিমেষ চৌধুরী জানালেন যে,শিক্ষা দপ্তরের কোভিড সতর্কতা বিধি মেনেই স্কুলে পঠন পাঠন চলানো হচ্ছে।অন্যদিকে,জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)দপ্তর সুত্রে জানা গেছে,প্রথমদিন হরতাল থাকা স্বত্বেও স্কুল মুখী হয়েছে পড়ুয়ারা। তবে প্রথমদিনে সারা জেলাতে পড়ুয়াদের গড় উপস্থিতের হার স্বাভাবিকের থেকে বেশ কম ছিল। জেলা শিক্ষা দপ্তরের হিসেবে জেলার বিভিন্ন স্কুলে এদিন গড় ছাত্র হাজিরার হার ছিল ৪০ থেকে ৪৫% এর মধ্যে। তবে,শিক্ষা দপ্তরের আধিকারিকদের অভিমত এই হাজিরার হার অল্প কয়েকদিনের মধ্যেই বাড়তে থাকবে। এবং তা স্বাভাবিক হারে পৌঁছবে।

এখন দেখার এই হাজিরার স্বাভাবিক হারে পৌঁছতে কতদিন লাগে? সেদিকেই নজর রইল শিক্ষা দপ্তরের কর্তা থেকে স্কুলের প্রধান শিক্ষকদের।

দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story