নজরে ভোট

কী ভাবে চলবে ভোট গননা? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন।

কী ভাবে চলবে ভোট গননা?  বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার গননার চুড়ান্ত ফলাফল বের হতে রাত গড়িয়ে যাবে বলেই মনে করছেন জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকরা। মুলত ভি,ভি প্যাট গননার জন্যই এই অতিরিক্ত সময় লাগবে। তবে এইটুকু পর্ব ছাড়া বাকী গননার কাজ আগের নিয়মেই চলবে। প্রথমেই গোনা হবে পোষ্টাল ব্যালট। তার পর এবারই প্রথম চালু হওয়া ইলেক্ট্রনিকস সিস্টেমে প্রদান করা ভোট। এর পরই শুরু হবে ইভিএম গননা। সব শেষে প্রতি বিধানসভা থেকে লটারি করে ৫টি করে বুথ বেছে নিয়ে ভি,ভি প্যাটের স্লিপ গোনা হবে। এতে বুথ পিছু প্রায় দু ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যেখানে ইভিএম প্রতি গোনার সময় লাগে প্রায় আধ ঘন্টা। এছাড়া কোনো প্রার্থী কোনো বুথে পুনঃগননার দাবী জানালে সেক্ষেত্রে আরও অতিরিক্ত সময় ব্যায় হবে। জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই কেন্দ্রের জন্য মোট গননা কেন্দ্র রয়েছে ৫টি। বাঁকুড়ার জন্য খ্রিস্টান কলেজে, খ্রিস্টান কলেজিয়েট (মিশন বয়) স্কুল ও মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ে গননা হবে। আর বিষ্ণুপুরে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের ওল্ড বিল্ডিং এবং কম্পিউটার বিল্ডিং এ ভোট গননার কাজ চলবে। পুরো গননা কেন্দ্রগুলি জুড়ে রাখা হয়াছে ত্রি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এক নজরে দেখে নিন জেলার ভোট গননার সাত-সতেরো।

Next Story