বাঁকুড়া-পুরুলিয়া দুই জেলা মিলে ইন্ড্রাস্ট্রিয়াল করিডর, ১০০দিনের মজুরি দেবে এবার সমবায় ব্যাঙ্ক, ঘোষনা মুখ্যমন্ত্রীর।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের শিল্পে পিছিয়ে পড়া দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় শিল্প তৈরীর জন্য এবার এই দুই জেলা মিলিয়ে ইন্ড্রাস্ট্রিয়াল করিডর গড়ে তুলছে রাজ্য সরকার। বর্ধমান থেকে শুরু করে দূর্গাপুর,পানাগড় হয়ে পুরুলিয়ার রঘুনাথপুর পর্যন্ত এই করিডরের ব্যপ্তি থাকবে। কার্যত দক্ষিণ বঙ্গের এই অঞ্চল জুড়ে গড়ে উঠবে এই শিল্প সারণী বা করিডর।
আজ বাঁকুড়ার শালতোড়া নেতাজী সেন্টিনারি কলেজ গ্রাউন্ডে দুই জেলার মিলিত প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, বীরভুমে প্রস্তাবিত বৃহত্তম কয়লা খনি গড়ে তোলার কাজে কেন্দ্রীয় সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বীরভূমের এই কয়লা শিল্প গড়লে দক্ষিণবঙ্গে প্রায় এক লক্ষ বেকারের কর্ম সংস্থান হবে। এদিন, একশ দিনের কাজের হাজরি দিতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলি তিনমাস অযথা দেরি করছে বলে অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।
এই সমস্যা কাটাতে তাই এবার একশ দিনের মজুরি রাজ্যের সমবায় ব্যাঙ্কের মাধ্যমে বিলি করা হবে বলেও তিনি ঘোষনা করেন।
রাজ্যের বিরোধী দুই দল বিজেপির সাথে আঁতাত করে রাজ্যে সর্বনাশের চেষ্টায় আছে। তাই এদের আটকানোরও দাওয়াই দেন তিনি।
আজ দুপুরে শালতোড়ার প্রশাসনিক সভার শেষে বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী।
#দেখুন ভিডিও।[embed]