কর্মখালি

কর্মখালি : বাঁকুড়ার ইন্দপুরে সান অটোমোবাইলসে রিসেপশনিস্ট ও টেলিকলার পদে মহিলা নিয়োগ।

কর্মখালি : বাঁকুড়ার ইন্দপুরে সান অটোমোবাইলসে রিসেপশনিস্ট ও টেলিকলার পদে মহিলা  নিয়োগ।
X

কর্মখালি : বাঁকুড়া জেলার ইন্দপুরে বাজাজ মোটর বাইকের শোরুম সান অটোমোবাইলস রিসেপশনিস্ট ও টেলিকলার পদে মহিলা প্রার্থী নিয়োগ করবে। এই পদের জন্য আগ্রহীদের 9434148080 এই নাম্বারে কল করে বায়োডাটা পাঠাতে হবে। প্রার্থীদের কম্পিটার ডিপ্লোমা থাকলে এবং অন্য কোন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Next Story