খেলা

সিমলাপালে ফুটবল টুর্নামেন্টে ঝাড়খণ্ড এসি ডামপাড়া কে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচমুড়া মাণ্ডি একাদশ।

সিমলাপালে ফুটবল টুর্নামেন্টে ঝাড়খণ্ড এসি ডামপাড়া কে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচমুড়া মাণ্ডি একাদশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সিমলাপালের খড়িগেড়িয়া আদিবাসী সাগেন সাকাম ক্লাবের পরিচালনায় তিন দিবসীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পাঁচমুড়া মান্ডি একাদশ। তারা ফাইনাল খেলায় ৩ - ১ গোলের ব্যবধানে ঝাড়খণ্ড এসি ডামপাড়া একাদশ কে পরাজিত করে। এই প্রতিযোগিতা এবার ৪০ বছরে পড়ল।

শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করেও এলাকার ফুটবল প্রেমীরা এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভীড় জমান। প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দল কে পুরস্কার হিসেবে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলের হাতে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।

এদিনের ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পাঁচমুড়া মাণ্ডি একাদশের চিরঞ্জিত টুডু।এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, সমাজসেবী রামানুজ সিংহ মহাপাত্র প্রমুখ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/shushuniyas-rina-got-ei-samay-swayangsiddha-samman-by-bringing-children-in-the-backdrop-of-education-in-the-area/img-20191019-wa0015_640x480_800x600_1280x960_1600x1200/" rel="attachment wp-att-6884">

Next Story