সোনামুখীতে টায়ার ফেটে বরযাত্রী বোঝাই গাড়ী উল্টে মৃত ১,আহত ৪ জন।
![সোনামুখীতে টায়ার ফেটে বরযাত্রী বোঝাই গাড়ী উল্টে মৃত ১,আহত ৪ জন। সোনামুখীতে টায়ার ফেটে বরযাত্রী বোঝাই গাড়ী উল্টে মৃত ১,আহত ৪ জন।](https://www.bankura24x7.com/h-upload/old_feeds/219680-sketch-1552556160124.jpg)
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা টায়ার ফেটে বরযাত্রী বোঝাই গাড়ী উল্টে মৃত্যু হল একজনের।গুরুতর আহত আরও চারজন। বুধবার রাতে সোনামুখি থানার পাথরমোড়া জঙ্গলের কাছে এই দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ চট্টোপাধ্যায়(৫০)। জানাগেছে,একটি ছোট মোটর গাড়ী চড়ে সোনামুখীর সিদ্ধান্ত পাড়া থেকে বিষ্ণুপুরের রাধানগর গ্রামে বরযাত্রী যাওয়ার পথে পাথরমোড়া জঙ্গলের কাছে টায়ার ফেটে গাড়ীটি উল্টে রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে। সেই সময় আর্তনাদ শুনে হাতি তাড়ানোর কাজে যোগ দেওয়া হুলাপার্টির লোকজন তাদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।সেখানে আনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এবং গুরুতর আহতদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ দূর্ঘটনা গ্রস্ত গাড়ীটি আটক করেছ। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।
#দেখুন 🎦ভিডিও 👇[embed]