করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত বাঁকুড়ার তিন বাসিন্দা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাঁকুড়া জেলার বাসিন্দা এমন তিনজনের আহত হওয়ার খবর মিলেছে। জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামের এক বাসিন্দা রয়েছেন।এছাড়া সোনামুখি থানার হামিরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার পাতজোরের এক বাসিন্দা আছেন আহতদের তালিকায়।এছাড়া সারেঙ্গা থানা এলাকার এক ব্যক্তি জখম হয়েছেন।বাঁকুড়া জেলা পুলিশ সুত্রে এই তথ্য পাওয়া গেছে।পুলিশ ইতিমধ্যে আহতদের পরিবারের সাথে যোগাযোগ করে আহত দের খোঁজ খবর নিচ্ছে। সারেঙ্গার বাসিন্দা যিনি আহত হয়েছেন তার চোট অল্প থাকায় তিনি ভালো আছেন।
তিনি বিপদ মুক্ত বলে জানা গেছে।প্রসঙ্গত, ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পড়ে এই চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে রেল সুত্রে খবর। এছাড়া আহতদের মধ্যে ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে।বালেশ্বরে কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার এই ট্রেনটি।