ব্রেকিং নিউজ

দুয়ারে-দুয়ারে সরকারে ব্যাপক সাড়া,জেলায় প্রথম দিনেই জমা প্রায় সাড়ে চৌদ্দ হাজার আবেদন।

বাঁকুড়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে,দুয়ারে সরকার কর্মসুচী। আজ ১ লা ডিসেম্বর থেকে এই কর্মসুচী শুরু হল সারা রাজ্য জুড়ে। চলবে টানা দুমাস। অর্থাৎ আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত। বাঁকুড়া জেলায় তিন পুরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে প্রথম দিনে ২৭ টি ক্যাম্পে প্রায় ১৪ হাজার ২০০ এরও বেশী মানুষ বিভিন্ন পড়িষেবা পেতে আবেদন করেন যার মধ্যে সিংহভাগই স্বাস্থ সাথীর জন্য। এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসন।

দুয়ারে-দুয়ারে সরকারে ব্যাপক সাড়া,জেলায় প্রথম দিনেই জমা প্রায় সাড়ে চৌদ্দ হাজার আবেদন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন বাঁকুড়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে -দুয়ারে সরকার কর্মসুচী। আজ ১লা ডিসেম্বর থেকে এই কর্মসুচী শুরু হল সারা রাজ্য জুড়ে। চলবে টানা দুমাস। অর্থাৎ আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত। বাঁকুড়া জেলার ২২ টি ব্লক,১৯০ টি গ্রাম পঞ্চায়েত এবং তিনটি পুরসভার মোট ৫৮ টি ওয়ার্ড মিলিয়ে এই কর্মসূচির জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত চার দফায় মোট ১২০০ টিরও বেশি ক্যাম্প করা হবে। এমনকি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, ক্যাম্পের সংখ্য বাড়ানো হবে বলেও জানিয়েছেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। তিনি এদিন, জেলার পাত্রসায়র ও সোনামুখীতে ক্যাম্প পরিদর্শনও করেন।


রাজ্য সরকারের১২ টি পরিষেবা প্রকল্পের পসরা নিয়ে দুয়ারে,দুয়ারে হাজির হচ্ছেন সরকারি আধিকারিকরা। স্বাস্থ্যসাথী,শিক্ষাশ্রী,ঐক্যশ্রী,কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার,কৃষক বন্ধু,একশো দিনের কাজ সহ গুচ্ছ প্রকল্পের সুবিধা গ্রহণের সুযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগ জানানোও যাবে এই ক্যাম্পে। গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি শহরেও এই কর্মসুচীতে ভালো সাড়া মিলছে।বাঁকুড়া পুর শহরের ৪ ও ২০ নাম্বার ওয়ার্ডে প্রথম দিন ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে পরিদর্শনে যান বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। তিনিও জানান, প্রথম দিনেই মানুষের মধ্যে ভালো সাড়া মিলেছে। সব থেকে বেশী আবেদন পড়ছে স্বাস্থ্য সাথীর জন্য।


এদিকে, মুখ্যমন্ত্রীর ঘোষিত এই অভিনব কর্মসুচী দুয়ারে- দুয়ারে সরকার আম জনতার হয়রানি লাঘব করার পাশাপাশি বাড়ীর দরজায় সরকারী পরিষেবার পসরা নিয়ে হাজির হওয়ায় খুশী গ্রাম এবং শহর দুই একাকার বাসিন্দারাও।

সামনেই বিধানসভা ভোট। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে-দুয়ারে সরকার কর্মসুচী আম আদমীর মন জয় করতে যে বড়ো মাস্টার স্ট্রোক তা বলাই বাহুল্য। এর প্রভাব ভোট ব্যাঙ্কেও যদি পড়ে তাহলে বিরোধী শিবিরকে ভোটে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে এমনটাই আশঙ্কা রাজনৈতিক মহলেরও।

দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story