ব্রেকিং নিউজ

ওন্দায় রেল দুর্ঘটনায় লোকো পাইলটদের উদ্ধার করে হিরোর তকমা শ্যাম সুন্দরের।

আজকের এই রেল দুর্ঘটনায় লোকো পাইলটদের উদ্ধারের ঘটনার জেরে ওন্দা জুড়ে কার্যত হিরোর তকমা পেয়ে গিয়েছেন এই শ্যামসুন্দর। তবে এসবে আমল দিতে চান না তিনি।তার সাফ কথা, মানুষের বিপদে পাশে দাঁড়াতে পেরেছি, আর ঈশ্বরের কৃপায় এত বড়ো রেল দুর্ঘটনায় কেও হতাহত হন নি এতেই আমি খুশী।

ওন্দায় রেল দুর্ঘটনায় লোকো পাইলটদের উদ্ধার করে হিরোর তকমা শ্যাম সুন্দরের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। রোজকার অভ্যাস মতো প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন শ্যামসুন্দর সিংহ। আচমকা বিকট শব্দ তার কানে আসে। চোখ ধাঁধিয়ে যায় আগুন আর রেলের ওভার হেডের তারের ঘর্ষণে সৃষ্ট বিদ্যুতের ঝলকানিতে। তড়িঘড়ি ছুটে এসে দেখেন ভয়াবহ কান্ড! লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মাল গাড়ির ঘাড়ে চেপে গিয়েছে আরও একটা মালগাড়ি। তখন ওন্দা প্লাটফর্ম ফাঁকা। লোকো চালকরা মালগাড়ির ভেতর আটকে আছেন। সাথে,সাথে আর এক সঙ্গীকে হাঁক পাড়েন শ্যামসুন্দর৷ দুজন মিলে লোকো পাইলটদের দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করেন।

ততক্ষণে,রেল পুলিশ ও রেলের আধিকারিরা এসে পড়েন দুর্ঘটনা স্থলে। তবে দুই চালকের আঘাত তেমন লাগেই নি।একজনের পা আটকে গিয়েছিল।সামান্য চোট লাগে তার। সেই মুহূর্তের পরিস্থিতি ঠিক কেমন ছিল? বাঁকুড়া২৪X৭ এর ক্যামেরায় জানালেন শ্যামসুন্দর বাবু। শ্যামসুন্দরের এই কাজের কথা,চাউর হতেই তার নাম ছড়িয়ে পড়ে। রেল আধিকারিক, পুলিশ,সাংবাদিক সবাই শ্যামসুন্দরকে চেপে ধরেন তার মুখ থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে৷ ইলেকট্রনিকস মিডিয়ায় বাইট দিতে,দিতে ক্লান্ত শ্যমসুন্দর বাবু। এখন ওন্দা জুড়ে শ্যামসুন্দরের নাম লোকের মুখে,মুখে ফিরছে।

আজকের এই রেল দুর্ঘটনায় তার লোকো পাইলটদের উদ্ধারের ঘটনার জেরে সে ওন্দা জুড়ে কার্যত হিরোর তকমা পেয়ে গিয়েছেন। তবে এসবে আমল দিতে চান না শ্যাম বাবু।তার সাফ কথা মানুষের বিপদে পাশে দাঁড়াতে পেরেছি, আর ঈশ্বরের কৃপায় এত বড়ো রেল দুর্ঘটনায় কেও হতাহত হন নি এতেই আমি খুশী।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story