ব্রেকিং নিউজ

করোনা - যুদ্ধে হার মেনে চির বিদায় বিধায়ক গুরুপদ মেটের। ইন্দাস জুড়ে শোকের ছায়া।

করোনা - যুদ্ধে হার মেনে চির বিদায় বিধায়ক গুরুপদ মেটের। ইন্দাস জুড়ে শোকের ছায়া।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : রাজনীতির আঙ্গিনায় বহু লড়াই করেছেন। কিন্তু এবার করোনার সাথে জীবনযুদ্ধে হার মানলেন তিনি। চলে গেলেন ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে।২০১১ থেকে তিনি বিধায়ক পদে আসীন ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পান। তাই সাংগঠনিক কাজে বিস্তর ঘোরাঘুরিও করছিলেন গুরুপদ বাবু। এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হন। করোনা পজেটিভ ধরা পড়ে তার স্ত্রীরও। দুজনকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হলে স্ত্রী সুস্থ হয়ে বাড়ী ফিরলেও গুরুপদ বাবুর অবস্থার অবনতি হলে ওন্দা থেকে হাওড়ার একটি কোভিড হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ তিনি সেখানেই মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে কে রেখে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

এদিকে, বিধায়ক গুরুপদ বাবুর মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোক জ্ঞাপনের পাশাপাশি সমবেদনা জানান মৃত বিধায়কের পরিবার ও পরিজনদের।

বিধায়ক গুরুপদবাবুর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাঁকুড়া জেলার বিধায়করাও। তৃণমূল বিধায়কদের পাশাপাশি অন্যান্য দলের বিধায়করাও শোক প্রকাশ করেন এদিন।

ইন্দাস বিধানসভার টানা দুই বারের বিধায়ক গুরুপদ বাবুকে হারিয়ে শোকের ছায়া সারা ইন্দাস জুড়েও।

দেখুন 🎦 ভিডি। 👇

Next Story