ব্রেকিং নিউজ

বাঁকুড়াতেও ডানার প্রভাবে দুর্যোগ অব্যাহত, কবে আবহাওয়া ফিরবে তার স্বাভাবিক ছন্দে? জেনে নিন এই প্রতিবেদনে।

সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে জেলার খাতড়া,বড়জোড়া, বিষ্ণুপুর,এবং বাঁকুড়া জেলার জেলা শাসকের দপ্তর এবং পুয়াবাগানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যাতে প্রয়োজন হলেই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন

বাঁকুড়াতেও ডানার প্রভাবে দুর্যোগ অব্যাহত, কবে আবহাওয়া ফিরবে তার স্বাভাবিক ছন্দে? জেনে নিন এই প্রতিবেদনে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ডানা। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ে দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি।আছড়ে পড়ার পর থেকে ওড়িশা উপকুল জুড়ে ডানার দাপট অব্যাহত। বেলা বাড়ার সাথে,সাথে ধীরে,ধীরে শক্তি ক্ষয় হবে ডানার।দানার প্রভাবে বাঁকুড়া জেলা জুড়েও ঝড়বৃষ্টি চলছে। হাওয়া অফিস আজ সারা বাঁকুড়া জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এদিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সাথে বইবে দমকা হাওয়া।

এই হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৬০-৭০ কিমি। দিনভর সারা জেলায় ডানার প্রভাবে দুর্যোগ চলতেই থাকবে।এদিকে সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম মোতায়েন করা হয়েছে।জেলার বাঁকুড়া ,বড়জোড়া,বিষ্ণুপুর,এবং বাঁকুড়া জেলার জেলা শাসকের দপ্তর এবং পুয়াবাগানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যাতে প্রয়োজন হলেই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। এদিকে হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে আজ জেলায় দুর্যোগ কাটার কোন সম্ভাবনা নেই।বরং ভারী বৃষ্টি ও দমকা হাওয়া মাঝে,মাঝে তার শক্তি প্রদর্শন করবে।

ডানার কারনে জেলায় যানবাহন চলাচলের স্বাভাবিক ছন্দ এদিন চোখে পড়েনি।রাস্তাঘাটে লোকজন কম বের হচ্ছেন৷ তবে আজ দুর্যোগে ভোগান্তি হলেও শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।আর রবিবার থেকে জেলায় আবহাওয়া একেবারে স্বাভাবিক ছন্দে ফিরবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story