বাঁকুড়া চেনা জায়গা, তাই সংগঠন ঠিক গড়ে নেব,বাঁকুড়ায় এসে দাবী শুভেন্দুর।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের দায়িত্ব পাওয়ার পর আজ বাঁকুড়ায় পা রেখেই জেলার দলীয় সংগঠন নিজের মতো করে গড়ে নেওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের বলেন, বাঁকুড়া তার চেনা জায়গা, তাই সাংগঠনিক ভিত মজবুত করাটা তার কাছে আনেক সহজ হবে। প্রসঙ্গত, শালতোড়ায় রাজনৈতিক সংঘর্ষে মৃত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান কাজল মন্ডলের পরিবার কে সমবেদনা জানাতে শালতোড়ার দূর্লভপুরে যাওয়ার পথে বাঁকুড়া সার্কিট হাউসে দলীয় কার্যকর্তাদের সাথে দেখা করেন তিনি। এরপর পাবড়া মোড়ে দলীয় নেতা খুনের প্রতিবাদ সভায় যোগ দিতে শালতোড়ায় রওনা দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জঙ্গলমহলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুরে আকাশ পথে তিনি বাঁকুড়া আসেন।এবং সড়ক পথে শালতোড়া যান। ফেরার পথে শহরের তৃণমূল ভবনে তিনি বৈঠকে যোগ দেবেন। তারপর ফের সড়ক পথে হলদিয়া যাবেন বলে দলীয় সুত্রে খবর।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]