রাজনৈতিক সংঘর্ষে আহত এক বিজেপি কর্মীর মৃত্যু, বিষ্ণুপুরের হেতিয়া জুড়ে চড়ছে উত্তেজনার পারদ!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজনৈতিক সংঘর্ষের জেরে আহত এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বিষ্ণুপুর লোকসভার হেতিয়া অঞ্চলের বিরামপুরে। আজ বিকেলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে তন্ময় সাঁতরা নামে এই বিজেপি কর্মীর মৃত্যু হয়।
এই খবর গ্রামে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায় পুরোগ্রাম জুড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় পুলিশও। বিজেপির জয়পুর এক নাম্বার মন্ডল সভাপতি স্বপন নন্দী এই মৃত্যুর জন্য তৃণমূলের ওপর দায় চাপিয়েছেন। তিনি বলেন,ভোটের ফল বের হওয়ার দিন রাতে বিজেপির জয়ের আনন্দে তন্ময় সহ কয়েক জন গ্রামে পতাকা টাঙ্গাচ্ছিলেন। তা সহ্য করতে না পেরে, তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। তন্ময়ের মাথায় শাবলের বাড়ী মারে। তন্ময় কে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দিন দুই পর তাকে ছেড়েও দেওয়া হয়।বাড়ীতে এসে বৃহস্পতিবার তিনি মাথা ঘুরে পড়ে যান।ফের, আজ তাকে হাসপাতালে ভর্তি করা হলে, বিকেলে তার মৃত্যু হয়। এদিকে,তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবী করা হয়েছে।