ব্রেকিং নিউজ

উলু ধ্বনি,শঙ্খ ধ্বনির অভিবাদনে বিয়ের মন্ডপে চলল রক্তদান ! নজর কাড়ল জি,ঘাটির মন্ডল পরিবার।

উলু ধ্বনি,শঙ্খ ধ্বনির অভিবাদনে বিয়ের মন্ডপে চলল রক্তদান !  নজর কাড়ল জি,ঘাটির মন্ডল পরিবার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উলু ধ্বনি, আর শঙ্খ ধ্বনির অভিবাদনে বিয়ের মন্ডপেই চলল ঘটা করে রক্তদান শিবির! আর এই শিবিরে ২০ জন মহিলা সহ মোট ৫৪ জন স্বেচ্ছায় রক্তদান করে নজীর গড়লেন।

এমন ঘটনার সাক্ষী থাকল গঙ্গাজলঘাটির কুখড়াজোড় গ্রাম। এই গ্রামের বাসিন্দা, তপন কুমার মন্ডল তার মেয়ের বিয়েতে, এমন আয়োজন করে সবার নজর কেড়েছেন।

আর, বিয়েতে যোগ দিতে আসা আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশী, অতিথিরাও এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।এমনকি অনেকে রক্তও দান করেছেন।

নিজের বিয়ের অনুষ্ঠানের সাথে, রক্তদান শিবিরের মতো এমন সমাজ সেবার যোগ সূত্র ঘটাতে পেরে খুশী পাত্রী ছন্দাও।

তবে, এই অভিনব আইডিয়ার জন্য বাহবা পাবার যোগ্য অবশ্যই ছন্দার কাকু পেশায় ফার্মাসিস্ট প্রণব কুসুম মন্ডল।

তিনি নৈহাটি স্টেট হাসপাতালে কর্মরত। তিনিই এই শিবির আয়োজনে উৎসাহ দেন। আর, সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় ক্লাবের সদস্যরাও।

এমনকি এই রক্তদানের সময়সূচি বিয়ের কার্ডের অনুষ্ঠান সূচিতেও উল্লেখ করেন মন্ডল পরিবার। ছন্দার বাবা পেশায় পোস্ট মাস্টার। তিনি বলেন, রক্তদানের থেকে বড়ো সামাজিকতা আর কিই বা হতে পারে? তাই, যারা তাদের রক্তদিয়ে মেয়ের বিয়েতে এই মহৎ উদ্দেশ্য সফল করতে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

সত্যিই মন্ডল পরিবারের এই উদ্যোগ কুর্নিশ যোগ্য! এমন করে সবাই যদি এগিয়ে আসেন, তাহলে সেচ্ছায় রক্তদান আন্দোলন যে, বাংলায় অন্য মাত্রা পাবে তা,বলাই বাহুল্য।

Next Story