জঙ্গলমহল খাতড়া

হীড়বাঁধে পাঁচ পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে শাসক দল তৃণমূল কে চাপে রাখার কৌশল নিল বিজেপি।

হীড়বাঁধে পাঁচ পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে শাসক দল তৃণমূল কে চাপে রাখার কৌশল নিল বিজেপি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলের হীড়বাঁধ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে একই দিনে ডেপুটেশন দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কে চাপে ফেলে দিল বিজেপি।হীড়বাঁধ মন্ডল বিজেপি প্রাধানমন্ত্রী আবাস যোজনা,বার্ধক্যভাতা, বিধবা ভাতা,১০০ দিনের কাজে দূর্নীতির তদন্ত সহ কুড়ি দফা দাবীতে মলিয়ান,মশিয়াড়া,বহড়ামুড়ি, গোপালপুর, ও হীড়বাঁধ এ-ই পাঁচ পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি জমা দেয় বিজেপি। এই পাঁচ পঞ্চায়েতে দূর্নীতি, স্বজন পোষণ, হিসেবে গরমিল ও বিনা টেন্ডারে কাজের মতো বেনিয়ম বন্ধ না হলে পঞ্চায়েত অচল করা দেওয়া হবে বলেও প্রধানদের হুমকি দেয় বিজেপি। ভালো সংখ্যক মানুষের উপস্থিতিতে এই পাঁচ পঞ্চায়েতের ডেপুটেশন কর্মসূচি শাসক দলের কপালে যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story