জঙ্গলমহল খাতড়া

আাদীবাসীদের রেল ও রাস্তা অবরোধের জেরে জেলায় ব্যাহত পরিবহন পরিষেবার স্বাভাবিক ছন্দ ! সরকার দাবী পূরণে আশ্বাস দিলে, অনির্দিষ্টকালের অবরোধ উঠতে পারে ? বলে ইঙ্গিত বিজেএমপিএমের।

আাদীবাসীদের রেল ও রাস্তা অবরোধের জেরে জেলায় ব্যাহত পরিবহন পরিষেবার স্বাভাবিক ছন্দ ! সরকার দাবী পূরণে আশ্বাস দিলে, অনির্দিষ্টকালের অবরোধ উঠতে পারে ? বলে ইঙ্গিত বিজেএমপিএমের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদিবাসীদের অবরোধে ব্যাহত জেলার স্বাভাবিক যান চলাচল। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে অবরোধ, তবে অনির্দিষ্টকালের জন্য তা চললে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে আম জনতাকে।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে আজ থেকে সারা রজ্য জুড়ে জাতীয় সড়ক,রাজ্য সড়ক ও রেল পথে অবরোধের জেরে কার্যত ভেঙ্গে পড়েছে পরিবহন ব্যবস্থা। জঙ্গল মহলের জেলা গুলিতে প্রভাব বেশী পড়েছে। আদ্রা-খড়গপুর শাখায় রেল চলাচলও ব্যহত হয়।

এই আদিবাসী সংগঠনের ৮ দফা দাবীতে ডাকা অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে বলে দাবী করেছেন জেলা সম্পাদক রবিনাথ মান্ডি। তিনি বলেন অসুবিধা হলেও সাধারণ মানুষও আমাদের সমর্থন করছেন।

তবে, আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেলা পর্যন্ত অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও জানান তিনি। পাশাপাশি, সরকার দাবী মানার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়ার কথা মহল বিবেচনা করবে বলেও তিনি ইঙ্গিত দেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story