পড়াশোনা ২৪X৭

প্রাথমিকে বায়োমেট্রিক হাজিরা চালু করে নজীর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের,শহরের ৫ স্কুলে হল আনুষ্ঠানিক সূচনা।

প্রাথমিকে বায়োমেট্রিক হাজিরা চালু করে নজীর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের,শহরের ৫ স্কুলে হল আনুষ্ঠানিক সূচনা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কর্ম সংস্কৃতির মান বজায় রাখতে চালু করা হল বায়োমেট্রিক হাজিরা। পাইলট প্রজেক্ট হিসেবে শহরের ৫টি প্রাথমিক বিদ্যালয়ে এই হাজিরা মেশিন বসানো হচ্ছে। আজ বাঁকুড়া প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাইলট প্রজেক্টের সূচনা করেন জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু,অতিরিক্ত জেলা শাসক (জিলা পরিষদ) শঙ্কর নষ্কর, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) জগবন্ধু বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারাও। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে প্রাথমিক স্কুলে এই ধরণের উদ্যোগ প্রথম নিল বাঁকুড়া জেলা। পাইলট প্রজেক্ট হিসেবে আজ শহরের পাঁচটি স্কুলে(লালবাজার হিন্দু প্রাইমারী, বাঁকুড়া গোয়েঙ্কা প্রাইমারী, মিশন গার্লস প্রাইমারী, বাঁকুড়া গার্লস প্রাইমারী, বঙ্গ বয়েজ প্রাইমারী) বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হল। ধীরে,ধীরে জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে এই হাজিরা ব্যবস্থা ধাপে,ধাপে চালু করা হবে। অন্যদিকে, এই পাইলট প্রজেক্টের সূচনার পর জেলাশাসক উমা শঙ্কর এস জানান, এর পরেই শহরের সরকারী স্কুল, বাঁকুড়া জিলা স্কুলে প্রাথমিক বিভাগেও বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হচ্ছে। তিনি বলেন জঙ্গল মহলে এসএমএস হাজিরা ব্যবস্থা চালু করায় ভালো ফল মেলে। এরপর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে বায়োমেট্রিক হাজিরা চালু করার ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এগিয়ে আসায় আমরা খুশী।এর ফলে জেলায় শিক্ষা দানের পরিবেশ আরও ভালো হবে। তাই পুরো জেলায় এই হাজিরা চালুর করতে জেলা প্রশাসনও সব ধরণের সহযোগিতা করবে বলেও জানান তিনি। প্রসঙ্গত,এই পাঁচটি বিদ্যালয় তাদের কম্পোজিট গ্রান্ট থেকে অর্থ বরাদ্দ করে বায়োমেট্রিক হাজিরার মেশিন কিনেছে। তবে, যে সব স্কুলের ছাত্র সংখ্যা ৫০ এর কম সেই স্কুল গুলিতে পরবর্তী সময় বায়োমেট্রিক হাজিরা মেশিন কিনতে জেলা প্রশাসন আর্থিক সহায়তা করবে বলেও জানান জেলাশাসক।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story