বাঁকুড়া শহরে একাধিক চুরির ঘটনায় ছড়াল চাঞ্চল্য ! ঘটনার তদন্তে, সদর থানার পুলিশ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরে দুটি চুরির ঘটনায় ছড়াল চাঞ্চল্য!
শহরের সুভাষ রোড এলাকায় বড়ো ষোলোআনা গলিতে ঢোকার মুখে একটি লটারির দোকানে শাবল দিয়ে ভেঙ্গে, নগদ হাজার ১২টাকা ও লক্ষাধিক টাকার লটারীর পুরস্কার জেতা টিকিট নিয়ে চম্পট দেয় চোরেরা। আজ সকালে দোকান মালিক ঘটনা টের পান। খোদ বাজার এলাকায় এমন চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা!
অন্যদিকে,শহরের চাঁদমারী ডাঙ্গার মাঠপাড়া এলাকায় পুজোর মরসুমে বাড়ীর মালিক ও ভাড়াটিয়ারা কেও বাড়ীতে না থাকার সুযোগে, বাড়ীতে ঢুকে, আলমারী ঙেঙ্গে, চোরেরা সোনা ও রূপোর গয়নাগাটি, নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকা চুরি করে বলে দাবী করেছেন গৃহকর্তী ঝর্ণা পাত্র।
এই ঘটনায় শহরে নুতন করে চোরের উপদ্রব শুরু হয়েছে বলে মানে করছেন শহরবাসী।
উৎসবের মরসুমে পুলিশ পুজোর কাজে ব্যস্ত থাকার ফলে, সহজে চোরেরা চুরি করে চম্পট দিতে পেরেছে বলে এলাকাবাসীর ধারনা।
তাই,শহরে রাতে পুলিশী নজরদারী বাড়ানোর দাবীও তুলেছেন তারা।