ব্রেকিং নিউজ

পঞ্জিকার বিধানে ভোরে নয় ! এবছর বেলা গড়াতেই , তর্পনের জন্য ভীড় উপচে পড়ল জেলার নদীঘাট গুলোয়।

পঞ্জিকার বিধানে ভোরে নয় !  এবছর বেলা গড়াতেই , তর্পনের জন্য ভীড় উপচে পড়ল জেলার নদীঘাট গুলোয়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তির পর, সূচনা হল দেবীপক্ষের।

ভোরে নয়, বরং বেলা গড়াতেই, দুপুর থেকে জেলায় নদীতে,নদীতে উপচে পড়ল তর্পণ করার ভীড়।

এই বছর পঞ্জিকা মতে অমাবস্যা না পড়ায় ভোরে তর্পণ করেন নি সিংহভাগ মানুষ। আবার, কিছু মানুষ পরম্পরা মেনে ভোরেও তর্পণ সেরেছেন। তবে,ভীড় ছিল অমাবস্যা লাগার পরই।

বেলায় রোদের তাপও আজ বেশী ছিল। রোদ উপেক্ষা করেই, এদিন শহরের গন্ধেশ্বরী নদীতে তর্পণ সারেন শহরবাসী। পুরুষদের পাশাপাশি, মহিলারাও এদিন পূর্ব পুরুষদের উদ্যেশে তর্পণ করেন।

এছাড়া, দ্বারকেশ্বর, কংসাবতী,শীলাবতী, সহ জেলার অন্যান্য নদীতেও ভীড় ছিল।

পঞ্জিকা মতে চতুর্দশী না ছাড়লে মহালয়ার তিথি পড়েনা। আর, তা না পড়লে শাস্ত্র মতে তর্পণ করা সমীচীন নয়।

এবার, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, চতুর্দশীর স্থিতি কাল ছিল বেলা ১০টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত।

আবার,বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী ছাড়ার তিথি ছিল বেলা ১১টা ৩২ মিনিট।

অর্থাৎ এই সময়ের পর অমাবস্যা তিথি পড়েছে। তাই, তার পরেই মানুষজন তর্পণের জন্য নদী মুখী হয়েছেন।

এইজন্য, বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত নদী ঘাট গুলোতে ভীড় বেড়েছে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story