মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

গানে মানা মায়ের,অভিমানে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র।

গানে মানা মায়ের,অভিমানে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :গানের প্রতি ঝোঁক ছিল ছেলের। আর মা পড়াশোনা ছেড়ে গানে বেশী মন দেওয়ায় সামান্য বকাঝকা করেছিলেন। কিন্তু, এই সামান্য শাসন যে চিরকালের মতো মায়ের কোল খালি করে দেবে! তা ভাবতেই পারেন নি তিনি।

সামান্য বকাঝকা আর গানে মানা করায়, অভিমানে বাড়ী সংলগ্ন কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্র। মৃত ছাত্রের নাম ভোলানাথ গরাই (১৫)। এই মর্মন্তিক ঘটনাটি ঘটে গঙ্গাজলঘাটি থানার লছমনপুরে।

পুলিশ জানিয়েছে,মা বকাঝকা করার পর, মঙ্গলবার বিকেল থেকে বাড়ীর লোক আর ছেলের খোঁজ পাননি। পরে, বাড়ী সংলগ্ন কুয়োর মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

যদিও,বাবা লালচাঁদ বাবুর দাবী, ছেলের সাথে তেমন কিছুই হয়নি!ওর মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়।তার জেরে এমন ঘটনা ঘটে যাবে তা তিনিও ভাবতে পারেনই। দাদা কে চিরতরে হারিয়ে শোকে ভেঙ্গে পড়েছে সপ্তম শ্রেণীর পড়ুয়া ভোলানাথের ছোট ভাইও।

পাশাোশি,মাও শোকে বাকরুদ্ধ!

শোকের ছায়া লছমনপুর হাই স্কুলেও। শোক পুরো গ্রাম জুড়েও।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। এবং আজ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Next Story