শহর বাঁকুড়া

ধলডাঙ্গায় মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায়, ছড়াল চাঞ্চল্য !

ধলডাঙ্গায় মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায়,  ছড়াল চাঞ্চল্য !
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বাঁকুড়া সদর থানার ধলডাঙ্গার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ, বিকেলে ঘটনা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে,সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মোড়া অবস্থায় মানব দেহের খুলিটি উদ্ধার করে। এটি কী ভাবে এখানে এল তানিয়েও নানা সন্দেহ দানা বাঁধছে! কেও খুন করে মাথা এখানে ফেলে গিয়েছিল? না কোনো সাধু,সন্ত তন্ত্র সাধনার জন্য কোনো শ্মশানের থেকে সমাধি দেওয়া মৃতদেহের করোটি সংগ্রহ করে এখানে রেখেছিল? তা, খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া খুলিটি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা।

Next Story