ব্রেকিং নিউজ

বিগত সাত বছরে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে ১৩০০ কোটি টাকা অনুদান দিয়ে নজীর গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাঁঁকুড়ায় জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

বিগত সাত বছরে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে ১৩০০ কোটি টাকা অনুদান দিয়ে নজীর গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাঁঁকুড়ায় জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বামফ্রন্ট সরকারের আমলে বিগত ১১ বছরে রাজ্যের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে যা অনুদান বরাদ্দ হত তার তুলনায় বর্তমান মা,মাটি,মানুষের সরকার ৭ বছরে এই প্রকল্পে বরাদ্দ প্রায় ১৪৫ গুণ বাড়িয়ে নুতন নজীর সৃষ্টি করেছে। আজ জেলার রবীন্দ্র ভবনে বাঁকুড়া শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

তিনি বলেন,৩৪ বছরের বাম সরকারের শাসন কালের ২০০০ থেকে ২০১১ সাল পর্ষন্ত টানা ১১বছরে শ্রমিকের সামাজিক সুরক্ষায় অনুদান দিয়েছিল মোট ৯ কোটি টাকা,সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১১ থেকে ২০১৮ এই সাত বছরে একই অনুদান খাতে খরচ করেছে ১৩০০ কোটি টাকা।

এই পরিসংখ্যান দিয়ে, মলয় বাবু বাম সরকার যে মুখে শ্রমিক দরদী বললেও কাজে তা করে দেখায় নি -সেই প্রসঙ্গ তুলে, বর্তমান সরকার যে প্রকৃত শ্রমিক স্বার্থ রক্ষা করে চলেছে তাও ব্যাখ্যা করেন এই মঞ্চে।

আজ থেকে শহরের রবীন্দ্র ভবনে এই শ্রমিক মেলা শুরু হল। আগামী কালও এই মেলা চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

#দেখুন ভিডিও।[embed]

Next Story