বাঁকুড়া আদালতে সারদার পুরানো মামলায় তোলা হল, সুদীপ্ত ও দেবযানীকে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারদার পুরানো মামলায় আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হল সারদা কর্তা সুদীপ্ত সেন ও সারদার সেকেন্ড ইন কমান্ড দেবযানী মুখোপাধ্যায় কে। এই দুই জনকে কলকাতা থেকে কড়া নিরাপত্তায় এদিন বাঁকুড়া হাজির করা হয়।
এই দুইজন কে দেখতে উৎসাহী মানুষের ভীড় জমে যায় আদালত চত্বরে।
এদিন, সবার নজর কাড়ে দেবযানী। তার পরিপাটি সাজে, তার কোনও খামতি ছিলনা। তিনি ছিলেনও খানিক ফুরফুরে মেজাজে। তবে, তুলনামূলক, সারদা কর্তার চেহারা আরও ভেঙ্গে গেছে। শরীর যে আগের মতো তার সাথে সাই দিছে না। তা সারদা কর্তার হাঁটা চলাতেই স্পষ্ট জানান দিচ্ছিল।
এদিন,আদালতকর্মী,পুলিশ কর্মী থেকে সাধারণ লোকজনের মুখে,মুখে সারদা কর্তার পুরানো দিনের কথা ঘুরে ফিরে আসছিল। অনেক এজেন্টও একবার সারদা কর্তা কে চোখের দেখা দেখতে ভীড়ও করেন জেলা আদালতে।
এরপর, ফের১৭/০৯/১৮ তে সুদীপ্ত সেন কে এবং ০১/১০/১৮ তে দেবযানী মুখোপাধ্যায় কে বাঁকুড়া আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীর আদালতে তোলার দৃশ্য দেখতে নীচের ভিডিওটি ক্লিক করুন। [playlist type="video" ids="601"]