বাঁকুড়া-দূর্গাপুর রাজ্য সড়কে ডাম্পারের সাথে সরকারি বাসের সংঘর্ষ, আহত তিন।
BY Bankura 24x719 Nov 2018 2:55 PM IST
X
Bankura 24x719 Nov 2018 2:55 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাথর বোঝাই ডাম্পারের সাথে এসবিএসটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন জন। সংঘর্ষেেে তীব্রতা এত বেশী ছিল যে ডাম্পারটি উল্টে যায়।
আজ সকালে সদর থানার বাঁকুড়া-দূর্গাপুর রাজ্য সড়কের ভেদুয়ার কাছে এই দূর্ঘটনা ঘটে।
এর জেরে রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরায়।
এবং আহতদের উদ্ধার করে পুলিস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
#দেখুন ভিডিও।[embed]
Next Story