শহর বাঁকুড়া

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার আদমী প্রকল্পের পর্যালোচনা বৈঠক হল বাঁকুড়া সার্কিট হাউসে।

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার আদমী প্রকল্পের পর্যালোচনা বৈঠক হল বাঁকুড়া সার্কিট হাউসে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় চলা আদমী প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে আজ বাঁকুড়া সার্কিট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল।

এদিন, দুই জেলার আদমী প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক ও সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন।

বৈঠকে, পুরো প্রকল্পের কাজের মূল্যায়ন করতে হাজির ছিলেন আদমী প্রজেক্টের ডাইরেক্টর প্রভাত কুমার মিশ্র,অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর দেবাশীষ রায় সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন, জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস মহাশয়ও।

এদিনের বৈঠকে, জঙ্গল মহলের দুই জেলায় সেচের ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি,পিছিয়ে পড়া এলাকা স্বনির্ভর দলের রোজগারের জন্য মিশ্র ফল চাষ,মিশ্র মাছ চাষের ওপরও জোর দেওয়া হয়।

এক পলকে বৈঠকের ভিডিও দেখতে নীচে ক্লিক করুন। [playlist type="video" ids="681"]

Next Story