এক্তেশ্বরের পুকুরে মিলল, অদ্ভুত দর্শন "কালো মাছ"।
BY Bankura 24x77 Sept 2018 6:45 PM IST
X
Bankura 24x77 Sept 2018 6:45 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: বাঁকুড়ার এক্তেশ্বর গ্রামের একটি পুকুর থেকে অদ্ভুত দর্শন "কালো মাছ" ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আজ মাছ ধরার সময় এই বিরল প্রজাতির মাছটি ধরে ফেলেন মৎস জীবীরা। এরপর গ্রামবাসী কার্তিক লোহার মাছটিকে বড়ো বালতিতে জল ভরে,তাতে ছেড়ে রাখেন। খবর পেয়ে আসপাসের গ্রামের বাসিন্দারাও মাছটিকে দেখতে ভীড় জমান। মোবাইলে মাছের ছবি তোলার হিড়িক পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সোস্যাল সাইটে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত দর্শণ মাছের ছবি।
এই মাছটি সাম্প্রতিক অতি বর্ষণের সময় কোন ভাবে দ্বারকেশ্বর নদী বেয়ে গ্রামের পুকুরে অন্য জায়গা থেকে এসে পড়েছে, বলে অনেকেই মনে করছেন।
তবে গ্রামের প্রবীণরাও বলছেন এমন অদ্ভুত দর্শণ মাছ তারা আজই প্রথম দেখলেন!
Next Story