এবার পুজোয় শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহল, সর্বত্র থাকছে কড়া পুলিশী নিরাপত্তা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুজোর সময় জেলার শহর থেকে পুরো জঙ্গল মহল জুড়ে থাকছে কড়া পুলিশী নিরাপত্তা।
জেলার জঙ্গল মহলের মাও প্রভাবিত ৫টি থানা এলাকায় বিশেষ নজরদারী চালানো হচ্ছে। পাশাপাশি, শহরে পূজোর দিন গুলোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ ।
সারা জেলায় এবার বারোয়ারী ও পারিবারিক মিলিয়ে প্রশাসনিক ভাবে নথিভুক্ত পুজোর সংখ্যা হল মোট ১৫০০ টি। তার মধ্যে, বিগ বাজেটের পুজো আছে ৯৭ টি। এই ৯৭ টি পুজো মন্ডপে নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভি। এছাড়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহর জুড়ে রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। পুজোয় সুষ্ঠু ভাবে মন্ডপ পরিক্রমায় সুবিধের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আজ পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।
তিনি বলেন, জেলার বিষ্ণুপুর এবং জঙ্গল মহলের ৫টি থানা এলাকায় বিশেষ পুলিশী নজর দারী চালানো হবে। পাশাপাশি, ইতিমধ্যেই শহরে তল্লাসি চালিয়ে বেশ কিছু শব্দবাজী বাজেয়াপ্ত করেছে পুলিশ বলেও জানান তিনি।
এছাড়া, পুজোর সময় মন্ডপে,মন্ডপে রোমিওদের রুখতে সাদা পোষাকের পুরুষ পুলিশের সাথে মহিলা পুলিশ হানা দেবে বলেও জানান পুলিশ সুপার। সবে মিলে দেবীর আবাহন থেকে বিসর্জন পর্যন্ত জেলায় পুলিশি তৎপরতা যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।
#দেখুন ভিডিও।[embed]