মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

শালী নদীর সেতু সারাইয়ের দাবীতে,৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাম্প্রতিক অতি বর্ষনে ভেঙ্গে যাওয়া সেতু সারানোর দাবীতে, বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে, বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ফলে, সকাল থেকে বেশ কয়েক ঘন্টা জাতীয় সড়কে ব্যাহত হয় যান চলাচল।

সাম্প্রতিক অতি বর্ষনে গঙ্গাজলঘাটি থানার অমরকাননের শালী নদীর সেতুটি ভেঙ্গে যায়। প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও সেতু সারাইয়ের কাজ শুরুই হয় নি।গ্রাম বাসীরা নিজেদের স্বেচ্ছাশ্রমে সেতুটিতে কোনোরকম সাময়িক পারাপারের মতো অবস্থায় নিয়ে এলেও গাড়ী চলতে পারছেনা। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও কাদায় থমকে যাচ্ছে। এই বেহাল সেতু দিয়ে পারাপারের সময় তিন জনের পাও ভেঙ্গেছে বলে স্থানীয়রা দাবী করেছেন।

এই বেহাল সেতুর জেরে, পারাপারের সমস্যা পড়েছেন প্রায় ২০ টি গ্রামের মানুষ।

অভিযোগ,বারে,বারে বিডিওকে সেতু সারাইয়ের দাবী জানিয়েও কাজ না হওয়াতে আজ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখালেন বাসিন্দারা। অবশ্য, পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং বিডিও, সেতু সারাইয়ের কাজ, শীঘ্রই শুরু করার আশ্বাস দিলে,অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের জেরে বেশ কিছুক্ষন এই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।

নীচের অবরোধের ভিডিওটি দেখতে প্লে বাটন ক্লিক করুন।

[playlist type="video" ids="634"]

Next Story