শহর বাঁকুড়া

বিষ্ণুপুরের বিধায়কের, ব্যক্তিগত সহায়কের মায়ের পচা,গলা মৃতদেহ উদ্ধার, উঠছে খুনের অভিযোগ!

বিষ্ণুপুরের বিধায়কের, ব্যক্তিগত সহায়কের মায়ের পচা,গলা মৃতদেহ উদ্ধার, উঠছে খুনের অভিযোগ!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: গত রবিবার ভোর থেকে নিখোঁজ বিষ্ণুপুরের বিধায়ক তুষার ভট্টাচার্যের ব্যক্তিগত সহায়কের মা গীতা দাস(৪৮) এর মৃতদেহ স্থানীয় একটি পুকুরের নালা থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

গত রবিবার ভোরে যমুনা বাঁধে স্নান করতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলেও আর বাড়ী ফেরেন নি গীতা দেবী । এরপর, তার বড়ে ছেলে মহাদেব স্থানীয় পৌর সভার কাউন্সিলর কে সাথে নিয়ে খোঁজাখুঁজি করেন,আর এক ছেলে বাঁকুড়া মেডিক্যাল কলেজের ডাক্তারী ছাত্র, কল্যাণ দাসও মায়ের নিখোঁজের খবর জেনে সোস্যাল মিডিয়াতে মায়ের সন্ধানের খোঁজে পোস্টও করেন সোমবার। কিন্তু তাতেও কোন খোঁজ মেলেনি।

অবশেষে, আজ বিষ্ণুপুর পৌর এলাকার কৃষ্ণগঞ্জের বিশ্বাস পুকুরের নালা থেকে গীতাদেবীর পচা,গলা মৃতদেহ উদ্ধার হয়।

বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ কুকুর এনে তল্লাশিও চালানো হয়।

মৃতার ছেলে মহাদেব বাবুর অভিযোগ,তার মাকে অন্য কোথাও খুন করে এই পুকুরের নালাতে ফেলে দেওয়া হয়েছে। কারণ শ্যওলার রকম ফের দেখে এই সন্দেহ দানা বেঁধেছে বলে তার দাবী। তিনি এই ঘটনা কে খুন বলেই মনে করছেন। এবং পুলিশী তদন্তেরও দাবী তুলেছেন।

অন্যদিকে,বিষ্ণুপুর থানার পুলিশ পরে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পুরো ঘটনা এক নজরে দেখতে নীচের #ভিডিওটি ক্লিক করুন।[playlist type="video" ids="637"]

Next Story