শহরের পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়ে গেল জেলা পুলিশের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
BY Bankura 24x721 Jan 2019 8:27 PM IST
X
Bankura 24x721 Jan 2019 8:27 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা পুলিশের ৪৪ তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া পুলিশ লাইনে।
পুলিশ প্রতিযোগীদের পাশাপাশি, অনুষ্ঠানের অতিথিদের প্রতিযোগিতায় লড়াই সবার নজর কাড়ে। মন্ত্রী,বিধায়ক থেকে পুলিশ কর্তাদের এই অতিথিদের বিভাগের প্রতিটি ইভেন্ছিট ছিল জমজমাট। উপস্থিত সকলেই অতিথিদের প্রতিযোগিতায় অংশগ্রহণ এদিন তারিয়ে,তারিয়ে উপভোগ করেন।
তবে,আইসি আর ওসিদের মধ্যে দড়ি টানাটানির প্রতিযোগিতা এদিন ছিল আকর্ষনের মূল কেন্দ্র বিন্দু!
#দেখুন ভিডিও।[embed]
Next Story