খেলা

পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল জেলা পুলিশের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল জেলা পুলিশের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলা পুলিশের ৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শহরের পুলিশ লাইন মাঠে। তিন দিন ধরে চলল এই প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে পুলিশ কর্মী ও আধিকারিকরা যেমন অংশ নেন, তেমনি অতিথি প্রতিযোগী হিসেবে উপস্থিত বিশিষ্ট জনেরাও অংশ নেন তাদের বিশেষ কিছু বিভাগে। পাশাপাশি ছিল জেলার সাংবাদিকদের জন্য "চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা"র প্রতিযোগিতাও। তবে প্রতিযোগিতায় শেষ দিন আই সি ও ও সিদের "দড়ি টানাটানি" প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উমুল উৎসাহ ছিল। ব্যান্ড রানও এদিন সবার নজর কাড়ে। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় আতসবাজীর প্রদর্শনী আয়োজন ছিল শনিবার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story