Home > শহর বাঁকুড়া > পোস্ট অফিসে বেহাল ব্যাঙ্কিং পরিসেবা, তালা ঝুলিয়ে বিক্ষোভ কেঞ্জাকুড়ায়, জয়পুরে টাকা লেনদেন বন্ধে ক্ষুব্ধ গ্রাহকেরা।
পোস্ট অফিসে বেহাল ব্যাঙ্কিং পরিসেবা, তালা ঝুলিয়ে বিক্ষোভ কেঞ্জাকুড়ায়, জয়পুরে টাকা লেনদেন বন্ধে ক্ষুব্ধ গ্রাহকেরা।
BY Bankura 24x712 Sept 2018 12:05 AM IST
X
Bankura 24x712 Sept 2018 12:05 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় পোস্ট অফিসের বেহাল ব্যাঙ্কিং পরিসেবার প্রতিবাদে এবার ক্ষুব্ধ হলেন গ্রাহকরা। কেঞ্জাকুড়ায় লিংক না থাকায় টাকা লেনদেন ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
অন্যদিকে,জয়পুর সাব পোস্ট অফিসে গত ৩১আগস্ট থেকে গ্রাহকরা টাকা জমা দেওয়া বা তুলতে না পারায় তুমুল ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অযথা,বার,বার আসা-যাওয়া করে হায়রানির মধ্যে পড়তে হচ্ছে।
অন্যদিকে, পোস্ট অফিস সূত্রে জানানে হয়েছে এধরনের সমস্যা মিটিয়ে পরিসেবা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।[playlist type="video" ids="858"]#
Next Story