স্মাইলের উদ্যোগে শহরে অন্যভাবে পালন ভ্যালেন্টাইন্স ডে,ভালোবেসে জোড়ায়,জোড়ায় করলেন রক্তদান।
বাঁকুড়া২৪X৭,প্রতিবেদন : এ এক অন্য ভ্যালেন্টাইন্স ডে উৎযাপনের খবর। ব্যাতিক্রমী এই ভ্যালেন্টাইন্স ডে উৎযাপন অন্যের ভ্যালেন্টাইন্সকে বাঁচার রসদ যোগাবে,হাসিও ফোটাবে। তাই জোড়ায়,জোড়ায় এদিন শহরের প্রতাপবাগানের পৌর উচ্চ বিদ্যালয়ে ভীড় জমালেন। করলেন জোড়ায়,জোড়ায় রক্তদান। শহরের স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইলের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
একদিকে ভ্যালেন্টাইন্স ডে অন্য দিকে বীর শহীদ জওয়ানদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন দুই কাজ একসাথে করার জন্যই এই অভিনব উদ্যোগ নেন সংস্থার সদস্যরা।এদিকে,আজকের দিনে একসাথে রক্তদান করার সুযোগ হাতছাড়া করেন নি অনেক দম্পতি।
তারা রক্তদান করে তৃপ্তিও পেয়েছেন।খুশীও হয়েছেন। পাশাপাশি, তারা প্রতি বছর আজকের দিনে ভালোবেসে রক্তদানের অঙ্গীকারও করলেন।এই অভিনব ভ্যালেন্টাইন্স ডে উৎযাপন একটা জীবন বাঁচাবে। আর হাসি ফোটাবে প্রিয়জনের মুখে। তাই স্মাইলের এই উদ্যোগকে কুর্নিশ জানাতেই হচ্ছে।
দেখুন 🎦 ভিডিও। 👇