সোস্যাল মিডিয়াতে ভুয়ো ছবি পোস্টের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে বাঁকুড়া থানায় এফআইআর তৃণমূল ছাত্র পরিষদের।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সোস্যাল মিডিয়াতে ভুয়ো ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নামে সারা রাজ্য জুড়ে থানায়,থানায় এফআইআর দায়েরের কর্মসূচি নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তীর্থঙ্কর কুন্ডুর নেতৃত্বে এদিন দুপুরে বাঁকুড়ায় প্রতিবাদ মিছিল করে বাঁকুড়া সদর থানায় সুকান্ত বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে তাঁর এক্স হ্যান্ডেলে কিছু অন্য ঘটনার ছবির সাথে বাংলার নাম জুড়ে পোস্ট করে বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে,রাজ্যের মুর্শিদাবাদে ওয়াকফ আইন এর বিরোধীতায় আন্দোলনের জেরে তৈরি অস্থির আবহে এমন ভুয়ো ছবি পোস্টের প্রতিবাদে সরব হয়েছে টিএমসিপি।
এদিন তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করে সুকান্ত বাবু ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে,দিতে বাঁকুড়া সদর থানায় পোঁছায় এবং আইসির কাছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।প্রসঙ্গত,সুকান্ত বাবুর এই ছবি পোস্টের পর বিতর্ক দানা বাঁধতেই তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট ডিলিট করে দেন বলে জানা গেছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇