১১২ বছরের বড়ো রথকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে,রথের দড়ি টানলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র সমীর চক্রবর্তী।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের বড়ো রথের যাত্রা শুরু হয় আজ থেকে ১১২ বছর আগে।রথের গায়ে খোদিত আছে বাংলার ১৩১৮ সালের ২৭ শে আষাঢ় এই রথটি নির্মাণ করা হয়। বাঁকুড়ার সোনামুখীর রাম দিন কর্মকার ছিলেন এই রথের মুল কারিগর। বাঁকুড়া শহরের ব্যাপারী হাটের কিছু ব্যবসায়ী সেই সময় এই রথযাত্রার সূচনা করেন।এই বড়ো রথের উচ্চতা ছিল ৪২ ফুট। কিন্তু এই বিশাল উচ্চতার রথ এলাকায় পরিক্রমার সময় নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে বৈদ্যুতিক তার ও খুঁটি রথযাত্রায় ব্যাঘাত ঘটায়। তার জেরে এক সময় রথ পরিক্রমা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তার। পরে ১৪১৪ সালে এই রথের উচ্চতা কমিয়ে করা হয় ৩০ ফুট।
এবং রথের সংস্কার করে ফের শহর পরিক্রমা শুরু করে বড়ো রথ।সেই থেকে আবার পুরানো ঐতিহ্য মেনে ব্যাপারীহাটের এই বড়ো রথ উৎসব পালিত হয়ে আসছে।রথের দিন শহরের রবীন্দ্র সরণি এলাকায় বড়ো রথের দড়ি টানলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের অন্যতম মুখপাত্র তথা বাঁকুড়া পঞ্চায়েত নির্বাচনের পর্যবেক্ষক সমীর চক্রবর্তী। সমীর বাবু দলের প্রার্থীদের বিজয় কামনায় পুজোও দেন এদিন। তার সাথে ছিলেন ছাত্র নেতা তীর্থঙ্কর কুন্ডু,যুবনেতা সঞ্জীব রায়,দেবেন্দ্র আগরওয়াল প্রমুখ।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇