শহর বাঁকুড়া

এবার দশহরায় ঘুড়ি ওড়ানোয় ভাটা পড়লেও জেলা জুড়ে চলল মনসার আরাধনা। শহরের রামপুরে প্রাচীন মনসা মন্দিরে উপচে পড়ল ভীড়।

এবার দশহরায় ঘুড়ি ওড়ানোয় ভাটা পড়লেও জেলা জুড়ে চলল মনসার আরাধনা। শহরের রামপুরে প্রাচীন মনসা মন্দিরে উপচে পড়ল ভীড়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার অতি বৃষ্টি আর কোভিড আবহে মাটি হল দশেহরার ঘুড়ি ওড়ানোর উৎসবে। এইদিন জেলা জুড়ে ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতে ওঠার পরম্পরা চলে আসছে যুগযুগ ধরে। এবছর এই উৎসবে ভাটা পড়ায় ভো- কাট্টা ধ্বনিতে আকাশ মুখোরিত হয়নি। তবে জেলা জুড়ে দশহরা তিথিতে দেবী মনসার আরাধনা চলল যথারিতি। বাঁকুড়া শহরের অতি প্রাচীন মনসা মন্দিরেও ছিল পুজো দেওয়ার ব্যস্ততা।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story