এমপি কাপের কাউন্টডাউন শুরু,উদ্বোধন করবেন সৌরভ গাঙ্গুলি, টুর্নামেন্টকে সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন সিএবির কর্মকর্তা আশিস চক্রবর্তী।
এর আগে বড়ো ক্রিকেট প্রতিযোগিতা হলেও একেবারে কর্পোরেট মোড়কে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই প্রথম। এবং সৌরভ গাঙ্গুলীও জেলায় প্রথম আসছেন৷ তাই কোনরকমের ত্রুটি রাখতে চাইছেননা সিএবির কর্মকর্তা আশিস চক্রবর্তী।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু।আইপিএলের আদলে আয়োজিত এই টুর্নামেন্টের প্লেয়ার নিলামের কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।এবার শুধু মাঠে নামার অপেক্ষা। আগামী ২৭ শে এপ্রিল বাঁকুড়া শহরের তামলীবাঁধ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তাই সারা জেলার ক্রিকেট প্রেমীরা দাদাকে দেখতে মুখিয়ে আছেন৷ অন্যদিকে, জেলার একঝাঁক উঠতি ক্রিকেটারও মুখিয়ে আছেন এই টুর্নামেন্ট খেলে নিজেদের স্কীল আরও খানিক বাড়িয়ে নেবেন৷ শনিবার এমপি কাপের প্লেয়ার নিলাম সম্পন্ন হয়েছে৷ পুরো প্রতিযোগিতাটিকে সফল করে তুলতে বাঁকুড়া ডিএসএর সিএবির প্রতিনিধি আশিস চক্রবর্তী কোমর বেঁধে নেমে পড়েছন। তিনি প্রটিটি বিষয়ে নজর রাখছেন।
তিনি বলেন,এর আগে বড়ো ক্রিকেট প্রতিযোগিতা হলেও একেবারে কর্পোরেট মোড়কে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই প্রথম। এবং সৌরভ গাঙ্গুলীও জেলায় প্রথম আসছেন৷ তাই কোনরকমের ত্রুটি রাখতে চাইছেননা সিএবির কর্মকর্তা আশিস চক্রবর্তী। পাশাপাশি,এই উদ্যোগ নেওয়ার জন্য তিনি এম পি অরূপ চক্রবর্তীকে কৃতজ্ঞতাও জানান। এমপি কাপের ফাইনাল খেলাটি হবে ৩ রা মে। উইনার্স টিমের জন্য ক্যাশ প্রাইজ থাকছে এক লাখ টাকা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇