শহর বাঁকুড়া

বাঁকুড়া সদর থানার নতুন আইসি সুজয় টুঙ্গা,প্রকৃতি প্রেমী সুজয় বাবু ছবিও তোলেন দারুণ,আর কিচেন গার্ডেন তার নেশা।

বাঁকুড়া সদর থানার নতুন আইসি সুজয় টুঙ্গা,প্রকৃতি প্রেমী সুজয় বাবু ছবিও তোলেন দারুণ,আর কিচেন গার্ডেন তার নেশা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উত্তরবঙ্গ থেকে বদলি হয়ে আসছেন দক্ষিনবঙ্গের লালমাটিতে। এবার বাঁকুড়া সদর থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাবেন সুজয় টুঙ্গা।জলপাইগুড়ির ধুপগুড়ি থানার আইসি পদে কর্মরত ছিলেন তিনি। বাঁকুড়ায় আইসি হিসেবে বদলি হয়ে আসছেন।আর বাঁকুড়ার বিদায়ী আইসি দেবাশীষ পান্ডা বদলী হলেন রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার আইসি হিসেবে।বাঁকুড়ার নতুন আইসি সুজয় টুঙ্গা দারুণ ছবি তোলেন।ওয়াইল্ড ফোটোগ্রাফীতে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন।প্রকৃতি প্রেমী সুজয় বাবুর ফুলের বাগান এবং কিচেন গার্ডেনের নেশাও আছে। ধুপগুড়িতে তাঁর কিচেন গার্ডেনের সুনাম ছড়িয়ে পড়েছে।

ধুপগুড়ি থানায় পোস্টিং পেয়েই থানার চারপাশের আবর্জনা হটিয়ে সেখানে ফুলের বাগান করে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন।পাশাপাশি,তার কিচেন গার্ডেনও বছর ভর মরসুমী শাক সবজিতে ভরে থাকে। এছাড়া নিজের তোলা ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং নানা বন্যপ্রাণীর ফটো দিয়ে তিনি সাজিয়ে তুলেছিলেন ধুপগুড়ি থানার দেওয়াল। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণ বঙ্গের প্রাকৃতিক দৃশ্য ও জীবজন্তু,পশুপাখি ও দৈনন্দিনের নানা চিত্র বন্দি হবে সুজয় বাবুর ক্যামেরায়। ধুপগুড়িতে পুলিশ আধিকারিক হিসেবেও সুনামের সাথে কাজ করেছেন তিনি। তাঁর অমায়িক ব্যবহার ধুপগুড়িবাসীর মনজয় করে নিয়েছে।


* সুজয় বাবুর নিজের হাতে তোলাছবি।

এবার বাঁকুড়াবাসীদের মন জয় করার পালা। বাঁকুড়া শহরবাসীর পক্ষ থেকে সুজয় বাবুকে স্বাগত জানাচ্ছে বাঁকুড়া২৪x৭।

Next Story